ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদীতে ট্রাকচাপায় সিএনজির দুই যাত্রী নিহত

প্রকাশিত: ০৮:৩০ এএম, ১১ জুন ২০১৬

নরসিংদীতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার দুপুরে নরসিংদী-টঙ্গী মহাসড়কের নগর পাঁচদোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ভৈরব এলাকার সিদ্দিক মিয়া (৫০)ও মনোহরদীর হাতিরদিয়া এলাকার রুহুল আমিন (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর পাঁচদোনা থেকে মালবোঝাই একটি ট্রাক ঘোড়াশাল যাচ্ছিল। ট্রাকটি নরসিংদী-টঙ্গী মহাসড়কের নগর পাঁচদোনা এলাকায় পৌঁছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী বাংলাদেশ জুট মিলের হিসাবরক্ষণ বিভাগের কর্মকর্তা রুহুল আমিন (৪৫) মারা যান।

গুরুতর আহতবস্থায় সিএনজি চালক ও যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পথে যাত্রী সিদ্দিক মিয়া মারা যান। দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চালক রুবেল মিয়াকে ঢাকা পাঠানো হয়। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।

সঞ্জিত সাহা/এসএস/এমএস

আরও পড়ুন