সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজাহার আলী (৪৫) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক আজাহার আলী মধুখোলা গ্রামের শমসের আলীর ছেলে।
উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কিবরিয়া জানান, শনিবার সকালে আজাহার আলী গ্রামের একটি মাঠের মধ্যে গরুকে ঘাষ খাওয়ানোর জন্য নিয়ে যায়। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই কৃষক আজাহার আলী মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাদল ভৌমিক/এসএস/এবিএস