ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানের সঙ্গে রুমার যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ১১:০৪ এএম, ১৩ জুন ২০১৬

প্রবল বর্ষণে ব্রিজ ভেঙে বান্দরবানের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার দুপুরে সড়কের কইক্ষ্যং ঝিড়ি এলাকার একটি পুরাতন কাঠের ব্রিজ ভেঙে যাওয়ায় এ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল বর্ষণের কইক্ষ্যং ঝিড়ি এলাকায় একটি নড়বড়ে কাঠের সেতু প্রবল পানির তোড়ে ভেঙে যায়। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আশিষ মুখার্জী জানান, ব্রিজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি আমরা শুনেছি। তবে রুমা সড়কটি বর্তমানে সেনাবাহিনীর প্রকৌশল শাখা ১৯ ইসিবির আওতাধীন।

সৈকত দাশ/এসএস/এমএস

আরও পড়ুন