ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দরবারে হামলা

গোয়ালন্দে পু‌লিশের ওপর হামলার মামলায় গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দে পু‌লিশের ওপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর মামলায় থানা ও ডি‌বি পু‌লিশের যৌথ অভিযানে ছাত্রলীগ-‌স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পু‌লিশ সুপার শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করেন।

তি‌নি বলেন, রাতে ডি‌বি ও থানা পু‌লি‌শের যৌথ অ‌ভিযানে গোয়াল‌ন্দ থানার বি‌ভিন্ন স্থান থেকে পুলিশের ওপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর মামলায় ৫ জন‌কে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুইজন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রয়ছেন। এছাড়া এখন পর্যন্ত নুরাল পাগলের মাজার ভাঙচুর, অ‌গ্নি সং‌যোগের ঘটনায় ‌কোনো অ‌ভিযোগ আসেনি।

গ্রেফতাররা হলেন, গোয়ালন্দের দেওয়ান পাড়ার আফজাল সরদারের ছেলে মো. শাফিন সরদার (১৯), মো. জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩২), ১নং দিরাস্তুল্লাহ মৃধা পাড়ার মৃত আক্কাস মৃধার ছেলে উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপ‌তি মো. মাসুদ মৃধা (২৯), বালিয়াডাঙ্গার লাল মিয়া মৃধার ছেলে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা (৪০) ও কাজীপাড়ার কাজী আরিফের ছেলে মো. কাজী অপু (২৫)।

আরও পড়ুন-

থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। বিক্ষোভ সভায় বক্তব্য শেষে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা করে। এসময় বিক্ষুব্ধ জনতা গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করে। সেইসঙ্গে ৫ পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের ২ জনকে পিটিয়ে ও ঢিল ছুড়ে আহত করে। এরপর বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলার বাড়ি ও দরবারের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবন ও দরবার শরিফ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় প্রায় অর্ধশত মানুষ আহত হয়। পরে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স ও ফরিদপুর মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এক পর্যায়ে তৌহিদী জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেয়। ওই রাতেই ফ‌রিদপু‌র মে‌ডিকেল কলেজ হাসপাতালে রাসেল মোল্লা (২৮) নামে আহত এক ব‌্য‌ক্তির মৃত্যু হয়।

রু‌বেলুর রহমান/এফএ/এমএস