ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে আ.লীগের ডাকা সড়ক ও নৌ অবরোধ শুরু

প্রকাশিত: ০৪:১১ এএম, ১৫ জুন ২০১৬

অপহৃত আওয়ামী লীগ নেতা মংপ্রুর মুক্তির দাবিতে বান্দরবানে অনির্দিষ্টকালের জন্য আওয়ামী লীগের ডাকা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে এ সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়।

অবরোধের কারণে জেলায় সড়ক ও নৌ পথে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। সড়ক ও নৌ পথের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পিকেটিং করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে অবরোধের কারণে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন মৌসুমি ফল ব্যবসায়ী ও ফল উৎপাদনকারীরা।

এদিকে, মঙ্গলবার বিকেলে জেএএস এর ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে জেলা আওয়ামী লীগ।

প্রসঙ্গত, সোমবার রাতে ১০ জনের একটি অস্ত্রধারী দল জামছড়ির মুখ পাড়ার নিজ বাসা থেকে অস্ত্রের মুখে মংপ্রুকে নিয়ে যায়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএএস) সদস্যরা এই অপহরণের সঙ্গে জড়িত বলে দাবি করছেন আওয়ামী লীগ নেতারা।

অপহৃত মংপ্রু মারমা বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য।

সৈকত দাশ/এফএ/এবিএস

আরও পড়ুন