ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ গেলো কিশোরের

উপজেলা প্রতিনিধি | ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তোফাজ্জল হোসেন আনন্দ (১৬) নামের আহত এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তোফাজ্জল হোসেন পৌর শহরের গাছতলাঘাট এলাকার ভাড়াটিয়া। সে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের উল্লাস বেপারি বাড়ির আবু তাহের মিয়ার ছেলে। তার বাবা পেশায় একজন পাদুকা ব্যবসায়ী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের আলিম সরকারের বাড়ির রুজেনের লোকজন ও আড়াই বেপারির বাড়ির ভুবন মিয়ার লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত হয় তোফাজ্জল হোসেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

নিহত কিশোরের ভগ্নিপতি মাহমুদুল হাসান জানান, তোফাজ্জল হোসেন তার বন্ধুদের সঙ্গে ভৈরব বাজার থেকে বাসায় ফিরছিল। পথে দুর্জয় মোড় এলাকায় দুপক্ষের সংঘর্ষের মধ্যে সে পড়ে যায়। এসময় মাথায় ইটপাটকেলের আঘাত লেগে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়।

বাসায় আসার পর অতিরিক্ত বমি করায় তাকে দ্রুত বাজিতপুর জহরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রোহানী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজীবুল হাসান/এসআর/এএসএম