ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খ্রিষ্টান ব্যবসায়ী হত্যা মামলায় কারাগারে মনোয়ারা

প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৬ জুন ২০১৬

নাটোরের বনপাড়ায় খ্রিস্টানপল্ল­ীতে দুর্বৃত্তদের হামলায় নিহত খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা মামলায় গ্রেফতার মনোয়ারা খাতুন মনিকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামসুল আল আমীনের আদালতে তাকে হাজির করা হয়। এসময় আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
এর আগে গত ১১ জুন রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে মনোয়ারা খাতুন মনিকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে ১২ জুন দুপুরে সুনীল গোমেজ হত্যা মামলায় মনোয়ারা খাতুন মনিকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

সোমবার আদালতের বিচারক রিমান্ড শুনানি শেষে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রেজাউলকরিম রেজা/এফএ/পিআর

আরও পড়ুন