ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত: ১১:৩৫ এএম, ১৬ জুন ২০১৬

উজান থেকে আসা আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহারশি নদীর পানি উপচে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রামেরকুড়া এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরাতন ভাঙন অংশ দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করে।

এতে ঝিনাইগাতি বাজার এবং উপজেলা পরিষদ কমপ্লেক্স, উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস চত্বরে ঢলের পানি প্রবেশ করে। ঝিনাইগাতী-রাংটিয়া সড়কের ওপর দিয়ে প্রায় ২ ফুট উচ্চতায় পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হতে থাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয়রা জানায়, দুপর ১২টার দিকে হঠাৎ করেই ঝিনাইগাতি বাজার সংলগ্ন মহারশি নদীতে পানি বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে নদী উপচে গিয়ে আশ-পাশের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করা শুরু করে। এতে ঝিনাইগাতি সদর, ধানশাইল, মালিঝিকান্দা ও হাতিবান্ধা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ঝিনাইগাতী বাজারের স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম বলেন, যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে সেটা অব্যাহত থাকলে আজ রাতের মধ্যেই উপজেলার প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছ।

ঝিনাইগাতী উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধির সত্যতা নিশ্চিত করে জানান,  ঝিনাইগাতী-রাংটিয়া সড়কের ওপর দিয়ে প্রবলবেগে পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে ঢলের পানি উপজেলা কমপ্লেক্সেও প্রবেশ করেছে।

হাকিম বাবুল/এসএস/পিআর

আরও পড়ুন