টানা সাতদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর
দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সাতদিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। এর মধ্যে একদিন সাপ্তাহিক ছুটি ও বাকি ছয়দিন ব্যবসায়িক ছুটি রয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার আহমেদ ভূঁইয়া জানান, ‘২৯ সেপ্টেম্বর সোমবার থেকে ২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত চারদিন দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা থাকবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি। লক্ষ্মী পূজা উপলক্ষে ৬ ও ৭ অক্টোবর বন্ধ দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হবে। তবে ওই সময়ে বন্দর দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।’
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান