সোনাইমুড়িতে গুলিতে কলেজছাত্র নিহত
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বটগ্রামে মো. আসিফ উদ্দিন (২২) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র বটগ্রামের মজিদ মুন্সি বাড়ির সাহাব উদ্দিনের ছেলে এবং নোয়াখালী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের ছাত্র।
এলাকাবাসী ও নিহতের মামা হাবিবুর রহমান জাগো নিউজকে জানান, রাতে ১০-১২ জনের একদল চিহ্নিত সন্ত্রাসী আসিফদের বাড়িতে ডাকাতির উদ্দেশে আসলে বাড়ির লোকজন চিৎকার শুরু করে।
এসময় এলাকাবাসী তাদের ধাওয়া করলে ডাকাতদের ছোঁড়া গুলিতে আসিফ বুকে গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
মিজানুর রহমান/বিএ