বেনাপোল সীমান্তে সোনার ৯ বারসহ পাচারকারী আটক
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯টি (এক কেজি ৪৯ গ্রাম) সোনার বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (৮ অক্টোবর) দুপুরের দিকে তাকে আটক করা হয় পুটখালীর উত্তরপাড়া নামক স্থান থেকে।
জানা গেছে, আটক মনিরুজ্জামান পুটখালী উত্তরপাড়া গ্রামের কাদের আলী সর্দারের ছেলে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. সফিয়ার রহমানের নেতৃত্বে পুটখালী বিওপির একটি টহল দল পুটখালী উত্তরপাড়ার পাকা রাস্তার থেকে ৯টি সোনার বারসহ মনিরুজ্জামানকে আটক করে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি ৪৯ গ্রাম। যার মূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। উদ্ধারকৃত সোনার বারগুলো ট্রেজারি অফিসে এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মো. জামাল হোসেন/এনএইচআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান