দেড় লাখ পুলিশ দিয়ে ১৬ কোটি মানুষের পাহারা সম্ভব নয়
খুলনা রেঞ্জের ডিআইজি মনির-উজ-জামান বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় জনগণকে এগিয়ে আসতে হবে। দেড় লাখ পুলিশ দিয়ে ১৬ কোটি মানুষের বাড়ি পাহারা দেয়া সম্ভব নয়।
শনিবার দুপুরে শহরের মুন্সিপাড়া শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় জনগণের মাঝে লাঠি ও বাঁশি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনতার উপর কোনো শক্তি নেই। এখন থেকে সবার হাতে লাঠি ও বাঁশি থাকবে। তবে তিনি লাঠি অপব্যবহারের জন্য হুঁশিয়ারি দিয়ে বলেন, লাঠি দেয়া হচ্ছে দুর্বৃত্তদের পাহারা দেয়ার জন্য চর, জমি দখলের জন্য নয়।
এ সময় তিনি পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি করে দুর্বৃত্তদের পাহারা দেয়ার আহ্বান জানান ও সাধারণ জনগণের হাতে লাঠি ও বাঁশি তুলে দেন।
আন্তজার্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) সাতক্ষীরার আয়োজনে ও মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণদাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত সাধু, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন মূখার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।
আকরামুল ইসলাম/এসএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪