পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতীর বিস্তীর্ণ এলাকা
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নিন্মাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উজানে ঢলের পানি কমতে শুরু করলেও শনিবার থেকে নিচু এলাকা প্লাবিত হওয়ায় আমন বীজতলাসহ নিম্নাঞ্চলের উঠতি পাট ও বিভিন্ন শাকসবজি আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঢলের পানির তোড়ে সুরিহারা-লংকেশ্বর সড়কের চিংড়ি খালের নিকটস্থ সড়ক ভেঙে গেছে। ফলে এ সড়কে যান ও লোক চলাচল বন্ধ রয়েছে। এদিকে সোমেশ্বরী নদীর ভাঙনে বিদামপুরে প্রায় শতাধিক একর জমিতে বালির স্তর পড়েছে।
মূলত, গত শুক্রবার সীমান্তের ওপার থেকে নেমে আসা ঢলের পানিতে মহারশী নদীর দিঘীরপাড়, জিগাতলা, রামেরকুড়া, চতল ও সোমেশ্বরী নদীর দুপুরিয়া, বিদামপুর এবং কালঘোষা নদীর ফুলহারী, গান্ধিগাঁও প্রভৃতি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা মো. কোরবান আলী জানান, ঢলের পানিতে নিম্নাঞ্চলের আমন বীজতলাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা পাহাড়ী ঢলের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে জানান, উজানে ঢলের পানি কমতে শুরু করলেও নিচু এলাকা প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ইউপি চেয়ারম্যান, পিআইও, কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
হাকিম বাবুল/এফএ/এবিএস