ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভেঙে পড়া বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১১:১০ এএম, ১৯ জুন ২০১৬

মঠবাড়িয়ার গুদিঘাটায় পাথরবাহী ট্রাকসহ ভেঙে পড়া বেইলি ব্রিজটি ঈদের আগেই নির্মাণ সম্পন্ন করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) মঠবাড়িয়া শাখার উদ্যোগে রোববার সকালে পৌর শহরের শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন শেষে নিরাপদ সড়ক চাই মঠবাড়িয়া শাখার সভাপতি আরিফ-উল-হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- নাগরিক কমিটির সভাপতি মজিবুল হক খান মজনু, বণিক সমিতির সভাপতি শামসুল আলম, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, আওয়ামী লীগ নেতা ফজলুল হক মনি, হারুন-অর-রশীদ খান, যুবলীগ নেতা কামরুল আকন, ছাত্রলীগ নেতা তৌহিদ সোহেল, মীর তারেক প্রমুখ।

বক্তারা আসন্ন ঈদের আগেই বিধ্বস্ত সেতুটি দ্রুত নির্মাণের দাবি জানিয়ে বলেন, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের গুরুত্বপূর্ণ এ বেইলি ব্রিজটি ধসের কারণে গত ৫ দিন ধরে যান চলাচল বন্ধ হয়ে আছে। এতে এ সড়কে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম-রাজশাহী-খুলনা-বরিশালসহ দূরপাল্লার ১০টি রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

অপরদিকে, এ সড়কের বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র হতে দেশের দূর-দূরান্তে মৎস্য ও পণ্য পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ জুন বুধবার ভোরে মঠবাড়িয়া-চরখালী সড়কের ৩৫ মিটার গুদিঘাটা বেইলি সেতুটি পাথর বোঝাই দুটি ট্রাক পার হওয়ার সময় ভেঙে খালে পড়ে যায়। এ সময় এক ট্রাক হেলপার নিহত হন।

হাসান মামুন/এসএস/পিআর

আরও পড়ুন