সুন্দরবনে ৫ জেলে অপহৃত
ফাইল ছবি
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনীর সদস্যরা। রোববার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গহীন অরণ্যের ঝাঁপসি খাল এলাকা থেকে এসব জেলেদের অপহরণ করে বনদস্যুরা।
অপহৃত জেলেদের বাড়ি খুলনার দাকোপ উপজেলায়। অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। সুন্দরবন বিভাগ ও কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছে।
অপহৃত জেলেদের পরিবার ও মহাজনের জানায়, রোববার দুপুরে ঝাঁপসি খাল এলাকায় মাছ আহরণকালে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ করে বনদস্যু সাগর বাহিনীর সদস্যরা। এ সময় বনদস্যুরা জেলেদের নৌকার মাছ ও বিভিন্ন মালামাল লুটে নেয়।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. হাসান জানান, সুন্দরবন বিভাগের কাছ থেকে জেলে অপহরণের খবর জানার পর পরই তাদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছে।
শওকত আলী বাবু/এসএস/পিআর