ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুর যুবদলের সভাপতি-সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১১:০১ এএম, ২১ অক্টোবর ২০২৫

‎ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

‎সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, ‘জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও জেলা যুবদলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় শৈথিল্য প্রদর্শন করায় সংগঠনে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে মর্মে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এহেন কর্মকাণ্ডের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে ‎ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন জাগো নিউজকে বলেন, কারণ দর্শানোর নোটিশ হাতে পেয়েছি। আমরা দলের আদর্শ মেনে রাজনীতি করি। যেহেতু সরাসরি উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। আমরা সরাসরি উপস্থিত হয়ে আমাদের ব্যাখা প্রদান করবো।

‎রোববার (১৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় গণসংযোগকালে ফরিদপুর-৩(সদর) আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদের গাড়ি বহরে হামলা করেন স্থানীয় যুবদল নেতাকর্মীরা। এসময় ডিবি পুলিশের একটি গাড়ি ও এ কে আজাদের বহরের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার একদিন পরে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।

এন কে বি নয়ন/এফএ/জিকেএস