ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরের বর্ষীয়ান বাম রাজনীতিক ইলাহদাদ খান মারা গেছেন

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০২:২০ পিএম, ২১ অক্টোবর ২০২৫

যশোরের বর্ষীয়ান বাম রাজনীতিক ইলাহদাদ খান স্বাধীন মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তার ছেলে আসিফ আকবর নিপ্পন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইলাহদাদ খান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) যশোর জেলা শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক সুরাইয়া শরীফের স্বামী।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠতে গিয়ে তিনি বিছানা থেকে পড়ে যান ও হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে কুইন্স হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, নাতি-নাতনি আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বিকেল ৩টায় তার মরদেহ যশোর উদীচী প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। এরপর বাদ আসর তালতলা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বেজপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

মিলন রহমান/এমএন/জেআইএম