ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে ২১ জেলের জেল-জরিমানা

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২১ অক্টোবর ২০২৫

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গত ২৪ ঘণ্টায় পদ্মায় ইলিশ ধরার দায়ে ২১ জেলের বিভিন্ন মেয়াদে জের-জরিমানা করা হয়েছে। এ সময় ১৪৩ কেজি ইলিশসহ ৩ লাখ ৮৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৭৪ লাখ টাকা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মায় জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা বাহিনী ৯টি অভিযান ও পাঁটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনন। অভিযানে ১৪৩ কেজি ইলিশ ও ৩ লাখ ৮৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দসহ মোট ২১ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিনামা করেন।

রুবেলুর রহমান/এএইচ/এমএস