রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত
রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় রাজশাহী থেকে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢালারচর ট্রেনটি রাজশাহী থেকে বের হওয়ার সময় পাশের লাইনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঢালারচর এক্সপ্রেসের দুটো বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যে বগি দুটি লাইনচ্যুত হয়েছে সেটি রেখেই ঢালারচর এক্সপ্রেস পাবনার উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে গেছে। লাইনচ্যুত বগি দুটি উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ করছে। রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
সাখাওয়াত হোসেন/এনএইচআর/এএসএম