ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছুটিতে দেশে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসীর

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২২ অক্টোবর ২০২৫

মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুজন মিয়া (৩৮) নামের এক প্রবাসী নিহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন মিয়া গাংনী উপজেলার খড়মপুর গ্রামের ইমাদুল ইসলামের ছেলে। কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়ি আসেন তিনি।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে আসেন সুজন। আজ রাতে মহিষাখোলা গ্রামের দিক থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আড়পাড়া গ্রামের উপ স্বাস্থ্যকেন্দ্রের প্রাচীরের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারুক হোসেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/এসআর