ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ক্ষতিকারক রং দিয়ে চিপস তৈরি, কারখানাকে জরিমানা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:১১ এএম, ২৩ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে রাসায়নিক রং ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি করার অপরাধে এক কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা নামক এলাকার ‘মেসার্স সোনার বাংলা পটেটো চিপস’ কারখানায় এই অভিযান চালানো হয়।

নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।

ক্ষতিকারক রঙ দিয়ে চিপস তৈরি, কারখানাকে জরিমানা

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন ৷ তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, খাদ্য পণ্যে ক্ষতিকারক রং, রাসায়নিক হাইড্রোজ ও খোলা লবণ ব্যবহার ব্যবহার করার দায়ে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সঙ্গে ৩ হাজার ২০০ কেজি চিপস ও ১৮ বস্তা খোলা লবন জব্দ করা হয়।

এসময় জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) যুগ্ন সাধারণ সম্পাদক কাজী সোহেল রানাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/কেএইচকে/এএসএম