ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিবরিয়া হত্যাকাণ্ড : তামিল হয়নি মালামাল ক্রোকাদেশ

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২০ জুন ২০১৬

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় এবারও মালামাল ক্রোকাদেশ তামিল হয়নি পলাতক দুই আসামির।

সোমবার মামলার নির্ধারিত তারিখে পলাতক আসামি মুফতি শফিকুর রহমান ও মুফতি আব্দুল হাইয়ের মালামাল ক্রোকাদেশ তামিল হয়নি। এমনকি এ ব্যাপারে কোন প্রতিবেদনও আসেনি। ২০ জুলাই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ।

আদালত সূত্র জানায়, বিস্ফোরক মামলায় ইতোপূর্বে পলাতক ৯ আসামির মালামাল ক্রোকের আদেশ দেন বিচারক। ইতোমধ্যে খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ৭ জনের ক্রোকাদেশের প্রতিবেদন এসেছে। কিন্তু উল্লেখিত দুই আসামির মালামাল ক্রোকাদেশ তামিল হয়নি। সোমবার উক্ত মামলায় উচ্চ আদালত থেকে জামিনে থাকা ৭ জন আদালতে হাজির ছিলেন। জামিনে থাকা একেএম আব্দুল কাইয়ুম আদালতে হাজির হতে না পেরে সময় প্রার্থনা করলে বিচারক তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জন। এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।

দু’টি মামলায়ই হারিছ চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের পৌর মেয়র জি কে গউছসহ ৩২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা। হত্যা মামলাটি বর্তমানে সিলেট দ্রুত বিচার আদালতে বিচারাধীন আছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেএইচ/এমএস

আরও পড়ুন