পাবনা শহর শিবিরের সেক্রেটারি আটক
প্রতীকী ছবি
ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার সেক্রেটারি বদিউজ্জামানকে (২৮) আটক করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করা হয়।
আটক বদিউজ্জামান উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর ইয়াছিন আলী মাস্টারের ছেলে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে ভাঙচুর ও নাশকতার মামলা রয়েছে। পুনরায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারে এমন আশঙ্কায় তাকে আটক করা হয়েছে।
শহর শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম এক বিবৃতিতে জানান, মিথ্যা মামলায় তাকে আটক করা হয়েছে।
একে জামান/এআরএ/এমএস