চট্টগ্রামে পুকুরে ডুবে দুইজনের মৃত্যু
চট্টগ্রামের পৃথক এলাকায় পুকুরে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে জেলার ফটিকছড়ি ও ভূজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সাকিব উদ্দিন (১৯) ও মো. সামির (৪)।
এর মধ্যে সোমবার সকাল ১০টায় ভূজপুর এলাকার হালদা নদী থেকে মো. সাকিব উদ্দিন ও দুপুর ১টায় নাজিরহাট পৌর এলাকার একটি পুকুর থেকে মো.সামিরের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সাকিব ভূজপুর ইউনিয়নের স্বন্দীপ পাড়া গ্রামের মো. মাহবুবুল আলমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
অন্যদিকে পানিতে ডুবে মারা যাওয়া শিশু মো. সামির নাজিরহাট পৌরসভাধীন পূর্ব সুয়াবিল এলাকার মো. মোতাহেরের ছেলে।
জীবন মুছা/এসকেডি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অদক্ষতার কারণে কম বেতনের চাকরিতেও বেশি খরচে বিদেশে যায় শ্রমিকরা
- ২ যৌথবাহিনীর অভিযানে আটকের পর বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু
- ৩ কুড়িগ্রামে বাড়ছে শীতের দাপট, ১২ ডিগ্রিতে তাপমাত্রা
- ৪ বাজারের অনিশ্চয়তায় থমকে আছে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি
- ৫ ফোন কিনতে বন্ধুদের নিয়ে বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেফতার