মেহেরপুর-১ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুর-১ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে মহিলা দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলার বড়বাজারের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ। তিনি বলেন, মেহেরপুর-১ আসনে যেভাবে মনোনয়ন দেওয়া হয়েছে সেটি দলীয় জনমতের পরিপন্থি। আমরা এ মনোনয়ন অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ মিছিলে মহিলা দলের সহ-সভাপতি সাবিয়া সুলতানা, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার, জেলা মহিলা দলের সদস্য নবীনাসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আসিফ ইকবাল/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাতের আঁধারে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
- ২ টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করে বাইসাইকেল পেলো ৩৫ শিশু-কিশোর
- ৩ নিঃশর্ত ক্ষমা চেয়ে সেই চিকিৎসক বললেন ‘আমারও বেয়াদবি হয়েছে’
- ৪ ফরিদপুরে ক্যানসারের অস্ত্রোপচার করলেন ওটি বয়, হাসপাতাল সিলগালা
- ৫ ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল