ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লিবিয়ায় অগ্নিদগ্ধ মঠবাড়িয়ার দুলালও মারা গেছেন

প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২২ জুন ২০১৬

অগ্নিদগ্ধ হয়ে মোস্তফা, বেলাল ও হানিফের পর এবার দুলাল খানও (৪৫) মারা গেছেন। মঙ্গলবার লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুলাল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের বড়হাড়জি নলবুনিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তার খানের ছেলে।

এর আগে, গত ১৫ জুন বুধবার ইফতারির সামগ্রী তৈরির সময় গ্যাসের চুলা জ্বালাতে গেলে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় মোস্তফা, হানিফ, বেলাল, দুলাল ও চুন্নু মিয়া দগ্ধ হন। তারা লিবিয়ার রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে আল জাওয়াইয়া শহরে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

আগুনে তাদের শরীর ঝলসে গেলে অন্যরা তাদের উদ্ধার করে প্রথমে আল জাওয়াইয়া সেন্টাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে লিবিয়ার রাজধানী ত্রিপলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরদিন মঠবাড়িয়ার গোলাম মোস্তফা, বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানীর বেলাল হোসেন ও হানিফের মৃত্যু হয়।

দুলাল ও চুন্নু মিয়া আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকলেও মঙ্গলবার দুলাল খানের মৃত্যুর খবর বাংলাদেশে আসে।

হাসান মামুন/এসএস/এবিএস

আরও পড়ুন