ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

প্রকাশিত: ০৮:৩০ এএম, ২৩ জুন ২০১৬

দিনাজপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক মো. বাবুল মিয়া (৪৫) নিহত হয়েছেন। এ সময় ট্রাকে থাকা আরও দুজন আহত হন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চুনিয়াপাড়া ও ভবানীশাহ এর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক বাবুল মিয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঘাটাশিয়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোরে কিশোরগঞ্জ থেকে একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ড-১৪-২৩৫৫) দিনাজপুর যাচ্ছিল। সকালে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চুনিয়াপাড়া ও ভবানীশাহ আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালক বাবুল মিয়া মারা যান।

এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি

আরও পড়ুন