ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সীগঞ্জে শহর পরিষ্কার কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ১০:৪৯ এএম, ২৩ জুন ২০১৬

টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস আর্ন্তজাতিক সির্ভিল সার্জন ২০১৬ উপলক্ষে মুন্সীগঞ্জে পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ পৌরসভার আয়োজনে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে র্যা লীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় মুন্সীগঞ্জ পৌরসভার নব-নিবাচিত মেয়র জনাব মোহাম্মদ ফয়সাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব সাইফুল হাসান বাদল, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ পরিচালক আবু সালেহ মো. মহিউদ্দিন, সিভিল সার্জন শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলে আজিম, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট জনাব একেএম শওকত আলম মজুমদার, সিনিয়র এএসপি (ট্রাফিক) আবু বক্কর সিদ্দিক, সদর এএসপি কায়সার রিজভী কোরায়েসী ও সাবেক হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জীসহ প্রমুখ।
 
এফএ/আরআইপি

আরও পড়ুন