ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দামুড়হুদায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:১২ এএম, ২৩ জুন ২০১৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার অদূরে দোয়েল ইটভাটা সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে দোয়েল ইটভাটা সংলগ্ন পুকুরের পাশ দিয়ে চাষিরা কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে একটি মরদেহ ভাসতে দেখে দামুড়হুদা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দামুড়হুদা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থানে তাকে হত্যা করে পুকুরে ফেলে গেছে দুর্বৃত্তরা।

৪-৫ দিন আগে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।

সালাউদ্দিন কাজল/এফএ/পিআর

আরও পড়ুন