কক্সবাজারে অবৈধ ২৫০ স্থাপনা উচ্ছেদ
কক্সবাজারের উখিয়ায় বন বিভাগ ও সরকারি খাসজমিতে দীর্ঘদিন ধরে দখল করে নির্মিত ২৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে দিকে উখিয়ার পালংখালি ২ নম্বর ওয়ার্ড মরাগাছতলায় এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মরাগাছতলা এলাকায় ইউএনও মো. কামরুল হোসেন চৌধুরী এবং উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে বনবিভাগ ও সরকারি খাসজমিতে অবৈধভাবে গড়ে ওঠা ২৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হোসেন চৌধুরী জানান, বৃহস্পতিবার দুপুরে দিকে মরাগাছতলায় বিশেষ অভিযান পরিচালনা করে বন বিভাগ ও সরকারি খাসজমি দখল করে গড়ে তোলা দোকানপাট, ঘরবাড়ি ও বিভিন্ন অস্থায়ী ২৫০ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযান নির্বিঘ্নে সম্পন্ন করতে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
জাহাঙ্গীর আলম/এনএইচআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ২ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ৩ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৪ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির
- ৫ বিএনপিই পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে: তারেক রহমান