উখিয়ায় ট্রাকচাপায় রিকশাচালক নিহত
কক্সবাজারের উখিয়ায় কংকর ভর্তি ট্রাকচাপায় রিকশাচালক ছৈয়দ আলম বাশি (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঘটনা ঘটে। তিনি উপজেলার রাজাপালং ইউনিয়নের বটতলী এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।
রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধূরী প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, সকালে ছৈয়দ আলম বাশি উখিয়া সদর স্টেশন থেকে বটতলী ফিরছিল। উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এলাকায় পৌঁছামাত্র চট্টগ্রাম থেকে আসা কংকর ভর্তি দ্রুত গতির একটি ট্রাক রিকশাকে ছাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক বাঁশি প্রাণ হারান। পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে (ঢাকা মেট্রো-ট ১১-৭৩৪২) ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশে দেয়। আটক মুহাম্মদ তৌহিদ (৪০) চট্রগ্রামের মিরহাট এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাজা মো. মাঈন উদ্দিন, বেলা ১১টায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নেয়া হয়। মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আসরের নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবর স্থানে তাকে দাফনের প্রক্রিয়া চলছে বলেও জানান উখিয়া থানার ওসি হাবিবুর রহমান।
সায়ীদ আলমগীর/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খোকন
- ২ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
- ৩ মমেক হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক
- ৪ কুষ্টিয়ার বিষাক্ত অ্যালকোহল পানে কলেজছাত্রের মৃত্যু
- ৫ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের মরদেহ ফিরিয়ে দিলো ভারত