জামালপুরে বিএনিপর বিক্ষোভ মিছিল-সমাবেশ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
রোববার শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা গিয়ে শেষ হয়। পরে বকুলতলা চত্বরে জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা ফিরো মিয়া, মাইনুদ্দিন বাবুল, মিজানুর রহমান, সজিব খান, মনোয়ার হোসেন কর্ণেল, শিপার মেহেদী, শাহ্ মাসুদ প্রমুখ।