হাতীবান্ধায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ : নিহত ১
প্রতীকী ছবি
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শহিদার রহমান (৩৮) নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বাড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নজরুল ইসলাম বাড়াইপাড়া গ্রামের মৃত মোরশেদ খানের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামের নজরুল ইসলামের বাড়ি ভিটে নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুর রহিমের সঙ্গে বিরোধ চলছিল। শনিবার সকালে ওই ভিটে দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এতে নজরুল ইসলামের বোন জামাই শহিদার রহমান (৩৮) বাধা দিতে গেলে আব্দুর রহিমের লোকজন তাকে দেশীয় অস্ত্র দিয়ে ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করে।
হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
রবিউল হাসান/এসএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ২ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৩ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৪ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
- ৫ মাদককে না বলে মাগুরায় ৪ শতাধিক প্রতিযোগীর মিনি ম্যারাথন