খুলনা-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এজাজ খান
আমির এজাজ খান
খুলনা-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে আমির এজাজ খানের নাম চূড়ান্ত করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমির এজাজ খান জাগো নিউজকে বলেন, ‘আমি সবসময় মাঠেই ছিলাম, এখনো আছি; ভবিষ্যতেও থাকার চেষ্টা করবো। ধানের শীষ নিয়ে আমি লড়তে প্রস্তুত।’
আরিফুর রহমান/এসআর/জেআইএম