নিম্নমানের কাজের প্রতিবাদে মানববন্ধন
ঠাকুরগাঁও রহিমানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার দুপুরে ঠাকুরগাঁও রহিমানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে স্থানীয় এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য রাখেন- স্থানীয় এলাবাসীর পক্ষে সোলেয়মান আলী, নুরুল, শ্রী মহেশ, শ্রী বাঠু প্রমুখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু কিছু অসাধু ঠিকাদারের জন্য দেশ আজ পিছিয়ে পড়ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান রেডিয়ান ইঞ্জিনিয়ারিংয়ের সাব ঠিকাদার মনির হোসেন জানান, আমরা কাজ ভালো করছি। তবে স্থানীয় মানুষের কাছে কিছু ইট ক্রয় করায় তারা খারাপ ইট দিয়েছে। এছাড়াও কাজ করার সময় বৃষ্টি হওয়ার কারণে কাজের একটু সমস্যা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও স্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের সহকারী প্রকৌশলী এরশাদুল হক জানান, জনবল সংকটের কারণে কাজ নিয়মিত পরিদর্শন করা যাচ্ছে না। তবে আমরা ঠিকাদারকে বলেছি কাজের সমস্যা হলে পুনরায় কাজ করতে হবে।
রবিউল এহসান রিপন/এসএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ