ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সাইদুর-জীবন

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৮:৫২ এএম, ০৬ ডিসেম্বর ২০২৫

‎ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাইদুর রহমানকে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে আশিকুর রহমান জীবনকে মনোনীত করা হয়েছেন। আগামী ৬ মাসের জন্য নতুন এ কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

‎শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় ঝিনাইদহে নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম।

‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

‎কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে তাশদীদ হাসান আসিফ, তৌফিক আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে সোহাগ হোসেন মেশতাক আলী, মুখ্য সংগঠক পদে মো. মীর রাকিব, যুগ্ম মুখ্য সংগঠক পদে জুনায়েদ আহমেদ রাজু, মুখপাত্র পদে সহকারী মুখপাত্র পদে শানমুন হাসান রাসিব ও সুরাইয়া আক্তার মনোনীত হয়েছেন।
‎‎

‎এম শাহজাহান/কেএইচকে