ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে বিস্ফোরক মামলায় দুই জেএমবির ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত: ০৮:১৯ এএম, ২৮ জুন ২০১৬

জামালপুরে ২০০৭ সালের একটি বিস্ফোরক মামলায় দুই জেএমবি সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে স্পেশাল ট্রাইবুন্যাল আদালত-৩।

মঙ্গলবার দুপুরে জামালপুরের যুগ্ম জেলা জজ ও স্পেশাল ট্রাইবুন্যাল আদালত-৩ এর বিচারক ফাতেমা ইমরোজ ক্ষণিকা এ দণ্ডাদেশ দেন।

অভিযুক্তরা হলেন- জামালপুর সদর উপজেলার হাজীপুর কুমারগাতি গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. কামরুল হাসান এবং সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের দক্ষিণ মধ্যাপাড়া গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে হাবিবুর রহমান ইউসুফ।

মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০০৭ সালের ২১ মার্চ রাতে এসআই শফিকুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজারে জেএমবি সদস্য হাবিবুর রহমান ইউসুফ ও মো. কামরুল হাসানকে ধরতে যায়। এ সময় তারা এসআই শফিকুল ইসলামের উপর ডেটানেটর যুক্ত হ্যান্ড গ্রেনেড ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে স্থানীয় লোকজন ইউসুফ ও কামরুলকে আটক করলে পুলিশ তাদের কাছ থেকে আরো দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। এ ঘটনায় সরিষাবাড়ী থানা পুলিশ তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে।

ওই মামলায় উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে জামালপুর স্পেশাল ট্রাইবুন্যাল আদালতের বিচারক অভিযুক্ত জেএমবি সদস্য হাবিবুর রহমান ইউসুফ ও মো. কামরুল হাসানকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

শুভ্র মেহেদী/এসএস/এবিএস

আরও পড়ুন