ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১৫ জেলে অপহরণ

প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৮ জুন ২০১৬

সুন্দরবনের শিবসা নদী থেকে মুক্তিপণের দাবিতে ১৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। মঙ্গলবার সকালে তাদের অপহরণ করা হয়।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. ফরিদ উজ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মংলা কোস্টগার্ড জানায়, ভোরে সুন্দরবনের শিবসা নদীতে মাছ ধরছিল জেলেরা। এসময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের উপর হামলা চালিয়ে মুক্তিপণের জন্য ১৫ জেলেকে অপরহণ করে সুন্দরবনের গহীন অরণ্যে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ি খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমরিয়া উপজেলায়।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. ফরিদ উজ জামান বলেন, অপহৃত জেলেদের উদ্ধারে দুপুর থেকেই যৌথভাবে অভিযান শুরু করেছে কোস্টগার্ড ও সুন্দরবন বিভাগ।

শওকত আলী বাবু/এআরএ/এমএস