ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নাম ‘শহীদ ওসমান হাদি’ রাখলো ছাত্রজনতা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২৭ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নাম ‘শহীদ ওসমান হাদি সেতু’ দেওয়া হয়েছে। শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে এ নামকরণ করেন জুলাই আন্দোলনের ছাত্রজনতা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বন্দর শাহী মসজিদ এলাকা থেকে একটি মিছিল নিয়ে ফরাজিকান্দা তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে এসে শেষ হয়। এসময় ছাত্র জনতা শহীদ শরিফ ওসমান হাদির নামে সেতুটি নতুন করে নামকরণ করেন।

এ বিষয়ে জুলাই আহত ও বন্দর উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়ক সোয়াইব রহমান বলেন, দেশের ১৮ কোটি মানুষের ভালোবাসার মানুষ বিপ্লবী বীর শহীদ শরিফ ওসমান হাদিকে যে বা যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। শহীদ হাদির কারণে দেশের মানুষ আজ সত্য বলা শিখেছে। হাদি ছিলেন আমাদের দেশের সম্পদ। আজকের এই কর্মসূচিতে হাদির সম্মানে সেতুর নামকরণ করা হলো।

তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নাম ‘শহীদ ওসমান হাদি’ রাখলো ছাত্রজনতা

এনসিপির নেতা রিদওয়ানুল ইসলাম শুভ বলেন, শহীদ হাদির কথা স্মরণ হলে হৃদয় কেঁপে ওঠে। প্রকাশ্যে দিবালোকে একজন এমপি প্রার্থীকে গুলি করে হত্যা করা হলো, অথচ আজও পর্যন্ত খুনি ধরা পড়লো না। প্রশাসনকে হুঁশিয়ারি করে বলতে চাই, খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চব্বিশের আন্দোলনে সম্মুখসারির নেতা মো. ফয়সাল, বন্দর থানার সাবেক ছাত্র শিবিরের আহ্বায়ক মো. আল হাসান, মো. সাগর, মো. নাদিম, মো. আশরাফুল ও মো. রাসেল প্রমুখ।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এএসএম