ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদীতে ৩০ লাখ টাকার হেরোইনসহ আটক ২

প্রকাশিত: ০৭:২৯ এএম, ২৯ জুন ২০১৬

নরসিংদীর পাঁচদোনা মোড় থেকে ৩০ লক্ষ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আট করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে আলামিন (৩২) ও রাজশাহীর পবা থানাধীন মোল্লাপাড়া এলাকার মৃত. এনামুল মিয়ার স্ত্রী ফাহিমা (৫৫)।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রূপন কুমার সরকার জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমি ও আমার টিম মাধবদী থানাধীন পাঁচদোনা মোড়ে রজনীগন্ধা হোটেলের সামনে থেকে তাদের আটক করি। পরে তল্লাশি চালিয়ে ফাহিমার কাছ থেকে তিনটি হেরোইনের প্যাকেট উদ্ধার করি।

তিনটি প্যাকেটে মোট ৩শ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। তারা এই হেরোইন বিক্রি করার উদ্দেশ্যে শরীরে বহন করছিল। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সঞ্জিত সাহা/এসএস/আরআইপি

আরও পড়ুন