ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিক্রয় মূল্য বেশি রাখায় ৪ দোকানিকে জরিমানা

প্রকাশিত: ০৭:৪৪ এএম, ২৯ জুন ২০১৬

ক্রয় মূল্যের চেয়ে অধিক মূল্য রাখায় ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কাপড় দোকানিকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের সড়ক বাজার ও কোর্ট রোডের কাপড়ের দোকানগুলোতে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট বি.এম রুহুল আমিন রিমন এবং নির্বাহী ম্যজিস্ট্রেট উম্মে হানীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সড়ক বাজারস্থ অভিজাত শাড়ির দোকান ইলোরাকে ৫০ হাজার, মুক্তা ক্লথ স্টোরকে ৩৫ হাজার ও কোর্ট রোডস্থ ফ্যাশন হাউজ ড্যাজলকে ৫০ হাজার এবং টপটেক্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম রুহুল আমিন রিমন জাগো নিউজকে জানান, সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে জেলা শহরের কয়েকটি অভিজাত কাপড়ের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।

অভিযানে ক্রেতাদের কাছ থেকে ক্রয় মূল্যের চেয়ে অধিক বিক্রয় মূল্য রাখায় এবং ক্যাশ মেমো দেখাতে না পারায় তিন কাপড় দোকানিকে জরিমানা করা হয়েছে। জনসাধারণের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে জেলা বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. নাজমুল হক, সহকারী কমিশনার (কাস্টমস) আনোয়ার হোসেন, সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/এসএস/আরআইপি

আরও পড়ুন