কক্সবাজারে টমটমের ধাক্কায় শিশু নিহত
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় টমটমের ধাক্কায় জাহেদ হোসেন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় টমটমের চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার সকাল ১০টার দিকে শহরের ৫নং ওয়ার্ডের পশ্চিম চৌধুরী পাড়ার দক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু শহরের ৫নং ওয়ার্ডের পশ্চিম চৌধুরী পাড়ার দক্ষিণ এলাকার টমটম চালক মো. শাহাজানের ছেলে।
বাবা শাহাজাহান জানান, সকালে তার ছেলে বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়ায়। এসময় দ্রুগগামী টমটম এসে তাকে ধাক্কা দেয়। এতে জাহেদ গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর মরদেহ এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এই বিষয়ে খবর নেয়া হচ্ছে।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি