ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীর নাজিম হাইস্কুলের ৭৯ ব্যাচের পুনর্মিলনী

প্রকাশিত: ১২:০২ পিএম, ২৯ জুন ২০১৬

পাবনার ঈশ্বরদী উপজেলার নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১৯৭৯ ব্যাচের ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঈদের পরদিন।

এ উপলক্ষে ইতোমধ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করে রেজিস্ট্রেশন ও অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে।

কমিটির আহ্বায়ক নাঈম জানান, ইতোমধ্যে ৬০ জনের রেজিস্ট্রেশন করেছেন। ওই সময় ছাত্র ছিল মাত্র ৮০ জন। বাকিরা ঈদের ছুটিতে আসবেন এবং দু’একদিনের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে থাকবে আলোচনা সভা, র্যাফেল ড্র, খাওয়া-দাওয়া ও আড্ডা। মূলত সারাদিন পুরনো বন্ধুদের নিয়ে আনন্দ করার মধ্য দিয়ে কেটে যাবে বলে মনে করছেন আয়োজকরা।

আলাউদ্দিন আহমেদ/এমএএস/আরআইপি