ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অশ্লীল ছবি প্রদর্শন : তসবির সিনেমা হল সিলগালা

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২৯ জুন ২০১৬

অশ্লীল চলচ্চিত্র প্রদর্শনের দায়ে যশোরের তসবির সিনেমা হল সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে সিনেমা হলটি সিলগালা করে দেয়া হয়। এসময় সিনেমা হলের ম্যানেজারসহ তিন কর্মচারীকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিনেমা হলের ম্যানেজার শহরের মহিলা কলেজ রোড এলাকার মৃত মনোহর আলীর ছেলে আলী হোসেন, কর্মচারী শহরের পুরনো কসবা এলাকার মৃত আবদুল খালেকের ছেলে মোহাম্মদ কুটি ও অপর কর্মচারী শহরের রেল রোড এলাকার নির্মল বোসের ছেলে শিমুল বোস।

Jessore-cinema

ভ্রাম্যমাণ আদালতের পেশকার বদিউজ্জামান জানান, যশোর শহরের এমএম আলী রোডের তসবির সিনেমা হলে দুপুরের সময় প্রতিদিনের মতো সিনেমা প্রদর্শন শুরু হয়। ছবির মাঝখানে অশ্লীল দৃশ্য দেখানো হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এসময় হাতেনাতে প্রমাণ পেয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেন আদালত।

আদালতের বিচারক যশোর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার টেলিফোনে জানান, ‘তসবির হলে বাংলা সিনেমা চালানোর সময় কাটপিস প্রদর্শন করা হচ্ছিল। এসময় সিনেমাটি জব্দ করে হলটি সিলগালা করা হয়। আর ম্যানেজারসহ তিন কর্মচারীকে এক মাসের জন্য বিনামশ্র কারাদণ্ড দেয়া হয়।

মিলন রহমান/এআরএ/পিআর