সাপাহারে দুস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ
ঈদ-উল ফিতর উপলক্ষে নওগাঁর সাপাহারে দুস্থদের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেছে ‘আলোর সন্ধানে’ নামের একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমাই ও চিনি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূইয়া। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরীর (আরব) সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম গোলাম ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ও রোভার স্কাউট লিডার মজিদুল আলম, কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি তছলিম উদ্দীন, সাংবাদিক প্রদীপ সাহা ও নয়ন বাবু এবং সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আরমান হোসেন প্রমুখ।
আব্বাস আলী/এফএ/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না