দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা আরেক ট্রাকের, নিহত ২
প্রতীকী ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি ট্রাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বালুবাহী অপর একটি ট্রাক। এতে বালুবাহী ট্রাকটির চালক ও তার সহকারী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গুপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে একজন হলেন—উপজেলার কোচাশহর ইউনিয়নের বুনোতলা গ্রামের চান মিয়া (৫৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় সড়কের পাশে পাথরবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় বালুবাহী অপর একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বালুবাহী ট্রাকটির চালক ও তার সহকারী ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
এএনএইচএস/এমএমকে
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভুয়া শিক্ষার্থী দেখিয়ে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা
- ২ ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান, টাঙ্গাইলে ব্যাপক প্রস্তুতি
- ৩ জুলাইয়ে মৃত্যু, ১৮ মাস পর মরদেহ উত্তোলন
- ৪ বিনা অপরাধে আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করতে দেওয়া হবে না
- ৫ তারেক রহমানের উপস্থিতিতে বগুড়ার সেন্ট্রাল স্কুলমাঠে হবে গণদোয়া