ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদেশিক মুদ্রা জব্দ

প্রকাশিত: ০২:৫৯ পিএম, ৩০ জুন ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় একটি শাড়ির দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শহরের সুপার মার্কেটে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

Mobile-Court

অভিযান শেষে বি.এম রুহুল আমিন রিমন সাংবাদিকদের জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুপার মার্কেটের ফারিয়া শাড়ি বিতাণে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে সৌদি আরবের ১৬,৭০৫ রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের ৫,২২০ দিরহাম, ৫৮০ ইউএস ডলার, ৭০০ ইউরো, ওমানের ৫১৬, মালয়েশিয়ান ২৫০ রিঙ্গিত, কাতার ২২ রিয়াল, কুয়েতের ২ দিনার ও বৃটিশ ৫০০ পাউন্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযানকালে সদর মডেল থানা পুলিশের ২নং ফাঁড়ির শহর উপ-পরিদর্শক (টিএসআই) মো. সোহাগ রানা উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর