ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্নীতি-সন্ত্রাস বরদাস্ত করা হবে না : ভূমিমন্ত্রী

প্রকাশিত: ০৮:০৮ এএম, ০১ জুলাই ২০১৬

ভূমি শামসুর রহমান শরিফ বলেছেন, ঈশ্বরদীতে কোনো প্রকার দুর্নীতি ও সন্ত্রাস বরদাস্ত করা হবে না। এ ধরনের কাজে যারা যুক্ত হবে তারা আমাদের দলের কেউ নয়, এদেরকে জনতার হাতে তুলে দেয়া হবে, জনগণই বিচার করবে।

মন্ত্রী ঈদের ছুটিতে ঈশ্বরদীতে এসে শুক্রবার দুপুরে তার বাসভবনের সামনে সমবেত বহু সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সব সময় দুর্নীতি আর সন্ত্রাসের বিরুদ্ধে বিরোধীদল কথা বলে। কিন্তু ঈশ্বরদীতে ব্যাতীক্রম। সরকারি দলের নেতাকর্মীরাই দুর্নীতি আর সন্ত্রাসের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে। আমি এতে অনুপ্রাণিত হয়েছি। বর্তমান সরকার সব বাধা বিঘ্ন অতিক্রম করে দেশের উন্নয়নে বিশ্বাসী। জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে সকল ষড়যন্ত্র ও বাধা মোকাবেলা করে দেশকে এগিয়ে নিচ্ছেন। সুতরাং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ, প্রবীন আওয়ামী লীগ নেতা নায়েব আলী বিশ্বাস, বিশিষ্ট শ্রমিক নেতা মোহাম্মদ রশিদুল­াহ, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম হব্বুল, ছলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু, সাহাপুর আওয়ামী লীগ নেতা মতলেবুর রহমান মিনহাজ, সাদেক বিশ্বাস, মুলাডুলি চেয়ারম্যান সেলিম মালিথা ও সাঁড়া ইউপি চেয়ারম্যান রানা সরদার প্রমুখ।

আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর