ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৪ জানুয়ারি ২০২৬

হিমালয় পাদদেশের জেলা পঞ্চগড়ে টানা ৯ দিন ধরে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। একইসঙ্গে টানা ৬ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হচ্ছে এই জেলায়। কনকনে শীত আর হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হলেও দিনের বেলা ঝলমলে রোদে কিছুটা স্বস্তি ফিরছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি। গত ৬ জানুয়ারি ৮ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ডের মাধ্যমে জেলায় তৃতীয় দফার শৈত্যপ্রবাহ শুরু হয়, যা আজ নবম দিনে গড়ালো।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তেতুলিয়া এবং আশপাশের এলাকা দিয়ে টানা নয় দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। বুধবার সকাল ৯ টায় রাতের গড় তাপমাত্রা দেশের মধ্যে সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি। তবে দিনের তাপমাত্রা ২৭ থেকে ২৮-এর মধ্যেই ওঠানামা করছে। দিনভর রোদ থাকায় এই সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

সফিকুল আলম/কেএইচকে/এমএস