ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে প্রকৌশলীকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৬:১০ এএম, ০২ জুলাই ২০১৬

নড়াইলে ওজোপাডিকো লিমিটেডের (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. সাবেক পিডিবি) উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ শফিউল আলমকে (৫৭) পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

আহত প্রকৌশলী শেখ শফিউল আলমের বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, প্রকৌশলী শেখ শফিউল আলম শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অফিস থেকে ডাকবাংলোয় ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গতিরোধ করে রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার হাত ভেঙে গেছে, মাথা এবং মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস বিশ্বাস জানান, প্রকৌশলীর উপর হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

হাফিজুল নিলু/এফএ/আরআইপি